ন্যাভিগেশন মেনু

অবৈধ অভিবাসীদের প্রতি ট্রাম্পের সমবেদনা


অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত র্মাকনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্ষেপ করে বললেন, ‘কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। বার্ষিক ৪ লাখ ডলার বেতন আমার। কিন্তু একটি পেনীও নিচ্ছি না।

আমার এই যে ত্যাগ তার জন্যে আজ অবধি কেউই আমাকে ধন্যবাদ জানায়নি।’ তাই বলে আমি থেমে থাকিনি, হতাশও হইনি। এমন একটি যুদ্ধে জয়ী হতে পুরো টিম নিয়ে আমি মাঠে রয়েছি-এতে জয়ী হতেই হবে-উল্লেখ করেন ট্রাম্প।

২২ মার্চ  রবিবার অপরাহ্নে হোয়াইট হাউজে করোনা পরিস্থিতির ওপর প্রতিদিনের প্রেস ব্রিফিংকালে প্রেসিডেন্ট ট্রাম্প এমন আক্ষেপ করলেন।

করোনাভাইরাসের আক্রমণকে ভয়ংকর হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ‘এখন ইরান, নর্থ কোরিয়ার মত দেশকেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে। আমি সকলের সাথেই যোগাযোগ রাখছি। কারণ, এটি হচ্ছে নিতান্তই মানবিক একটি সমস্যা।

এই প্রথম অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের মানবিক সমস্যায়  সমবেদনা জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প।

করোনা ভাইরাসের টেস্ট করতে গেলে অবৈধ অভিবাসীদের আইস (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এর কাছে তাদেরকে সোপর্দ করা হবে কিনা-এমন এক প্রশ্নের জবাবে ট্রাম্প বললেন, ‘এ চিকিৎসা নিতে অভিবাসনের স্ট্যাটাস বিবেচনা করা হবে না।

সকলেই সমান সুযোগ পাবেন। কারণ, এটি একটি ভয়ংকর সমস্যা যা প্রতিটি মানুষের জন্যেই হুমকি। আর অভিবাসনের স্ট্যাটাসের কারণে কোন মানুষকে মহাবিপদে ঠেলে দিতে পারি না।’

এ সময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, ‘কয়েকদিন আগে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট একটি বিবৃতি দিয়েও এ বিষয়টি স্পষ্ট করেছে। সুতরাং করোনার কারণে কোন অভিবাসীকে বিব্রত করার সুযোগ নেই। সকলেই যেন নির্ভয়ে টেস্ট করতে যান।’

এস এস