ন্যাভিগেশন মেনু

সোনারগাঁয়ে ভেজাল খাদ্য-পানীয় তৈরি, আটক ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুমোদনহীন কারখানায় ভেজাল খাদ্যও পানীয় তৈরির দায়ে মোঃ কবির হোসেন (৩৪) নামে একজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (১৮ এপ্রিল) দুপুর ১ টায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১৭ এপ্রিল) বড়গাঁও চেয়ারম্যানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় ।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান ক্রিস্টাল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, লাচ্চি, মিল্ক ফ্লেভার ড্রিংকস, আইস ললিপপ, ম্যাংগো জুস, ইন্ডিয়ান গুড়া বিট লবণ, ভেজাল জুস তৈরীর কাজে ব্যবহৃত কেমিক্যাল উদ্ধার করা হয়। খবর পেয়ে কারখানার এমডি মোঃ রশিদ আলী কৌশলে পালিয়ে যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী জানান, আসামী কবির হোসেনসহ পলাতক আসামী কয়েক বছর ধরে সরকারি অনুমোদন না নিয়ে ‘আর এন আর ড্রিংকস অ্যান্ড  অ্যাগ্রো প্রোডাক্টস’ নামক ফ্যাক্টরি চালিয়ে আসছিলো।

এ ফ্যাক্টরিতে ভেজাল ও মানহীন খাদ্য পানীয় বিএসটিআই এর অনুমোদন না নিয়েই এর লোগো ব্যবহার করে উৎপাদন ও বাজারজাত করে আসছে। এছাড়া উক্ত ফ্যাক্টরির নামে কোন ভ্যাট রেজিষ্ট্রেশন নেই। তারা কোন প্রকার মূসক প্রদান না করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এসব অনুমোদনহীন ভেজাল ও মানহীন খাদ্য পানীয় নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলো।

এর আগেও গত ১০ আগষ্ট ২০২০ তারিখ একই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হলে ফ্যাক্টরিটি কিছুদিন বন্ধ রেখে তা পুনরায় চালু করে।

আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শৈকত/সিবি/ এডিবি