ন্যাভিগেশন মেনু

অসহায়দের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ

আর্তমানবতার সেবায় শীতার্তদের পাশে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসুন: এ টি এম পেয়ারুল ইসলাম


চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে জেলার শীতার্ত ও অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণের জন্য জেলা পরিষদ সদস্যদের নিকট শীতের কম্বল হস্তান্তর বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা পরিষদের কার্যালয়ে শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল। 

প্রধান অতিথির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, আমরা অনেকেই সৌভাগ্যবান যে, শীতের দিনগুলোতে গরম পোশাক পরিধান করে শীতকালের সৌন্দর্য উপভোগ করি। কিন্তু এমন অনেকেই আছেন, যারা প্রচণ্ড ঠান্ডায় পর্যাপ্ত পোশাকের অভাবে তীব্র কষ্টে রয়েছেন। তিনি বলেন, এসব হতদরিদ্র শীতার্ত মানুষেরা যাতে করে এই তীব্র ঠান্ডায় কষ্ট না পায়, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। 

তিনি সমাজের সামর্থ্যবান, বিত্তশালী, ব্যবসায়ীসহ জনসাধারণকে আহবান জানিয়ে বলেন, তারা তাদের স্বল্প ব্যবহৃত বা নতুন গরম কাপড় সুবিধাবঞ্চিত, দরিদ্র মানুষদের দান করে আর্তমানবতার সেবায় অবদান রাখতে পারেন। 

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য আ ম ম দিলশাদ, প্রদীপ রঞ্জন চক্রবর্তী, ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, দেবব্রত দাশ, বোরহান উদ্দিন মো: এমরান, আবু আহমদ চৌধুরী জুনু, এইচ এম আলী আবরাহা দুলাল, এরফানুল করিম চৌধুরী, নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, ফারহানা আফরিন জিনিয়া, সুরাইয়া বেগম, রওশন আরা রতœা, শহিদুল ইসলাম পিন্টু, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, ইমরান মুহুরী।