ন্যাভিগেশন মেনু

ইন্দোনেশিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে ৪১ বন্দির মৃত্যু


ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে একটি কারাগারে ভয়াবহ আগুনে কমপক্ষে ৪১ বন্দির মৃত্যু হয়েছে। কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক বন্দি রাখা ছিলো বলে জানা যায়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে তংরেং কারাগারে আগুনের সূত্রপাত হয়, তখন অধিকাংশ বন্দি ঘুমিয়ে ছিলেন বলে জানায় বিবিসি।

বিবিসি জানায়, কারাগারটির ৪০ বন্দি ধারণক্ষমতাসম্পন্ন ব্লক সি-তে ১২২ জন বন্দি অবস্থান করছিলেন। যা ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন বন্দি। এরমধ্যে কয়েকজনকে আইসিইউতে চিকিৎসাধীন।

অগ্নিকাণ্ডে হতাহতের মধ্যে পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার কয়েদিসহ কিছু বিদেশি রয়েছেন।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রী ইয়াসেনা লাওলি এক সংবাদ সম্মেলনে বলেন, অগ্নিকাণ্ডের হতাহত বিদেশিদের ব্যাপারে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোকে জানানো হয়েছে।

লাওলি আরও বলেন, কারাগারের সি ব্লকের একাধিক কক্ষ তালাবদ্ধ ছিল এবং আগুন ছড়িয়ে পড়ায় তালা আর খোলা যায়নি।

ব্লকটিতে মাদক সংক্রান্ত অপরাধের জন্য বন্দীদের রাখা হয়েছিল। তাছাড়া একজন হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত, অন্য একজন সন্ত্রাসবাদের জন্য দোষী সাব্যস্ত হয়ে কারাগারে ছিলেন বলে জানা গেছে।

শর্ট সার্কিট থেকে আগুনের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইন্দোনেশিয়ার সংশোধনমূলক প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেছেন, এটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। আরও তদন্ত করে দেখা হবে।

অগ্নিকাণ্ডের সময় কারাগারের নিরাপত্তায় মাত্র ১৫ জন প্রহরী দায়িত্ব পালন করছিলেন। ৬০০ জন ধারণক্ষমতাসম্পন্ন এই কারাগারে দুই হাজার বন্দি ছিলেন।

ইন্দোনেশিয়ায় কারাগারের ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি রাখা একটি স্থায়ী সমস্যা।

সিবি/এডিবি/