ন্যাভিগেশন মেনু

ইয়াংজি নদীর মৎস্যজনকেরা


চীনের ছংছিংয়ের ওয়ানচৌ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ৪০ জনের বেশি পুরুষ প্রযুক্তিবিদদের একটি দল ইয়াংজি নদীর পাশে কৃত্রিম প্রজননের মাধ্যমে বিরল প্রজাতির মাছের বংশবৃদ্ধি করে ‘ফিশ ড্যাড’ বা ‘মৎস্যজনক’ হিসাবে খ্যাতি অর্জন করেছেন। 
প্রায় ৬ হাজার ৩ শ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ইয়াংজিতে জীববৈচিত্র্য ব্যাপক, তবে অতিরিক্ত মাছ শিকার এবং দূষণের কারণে জলজ জীবন হুমকির মুখে পড়েছে এবং মাছের পরিমাণ হ্রাস পেয়েছে। এ প্রবণতা রোধে ইয়াংজিতে মাছ শিকারের ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয় গত বছর।
গবেষণা ইনস্টিটিউটের পরিচালক লিউ বেনসিয়াং জানান, সেখানকার শুয়াংহ্যখৌ কেন্দ্রে এ বছর ১ কোটি বিরল প্রজাতির চায়নিজ চোষক মাছের পোনা ফোটানো হয়েছে, যেখানে আগের বছরের এ সংখ্যা ছিল ৬০ লাখ। এখানে ‘মৎস্যজনকদের’ প্রধান কাজ হলো কৃত্রিম প্রজননের মাধ্যমে ডিম ও তা থেকে বাচ্চা ফোটানো।
এ ইনস্টিটিউট ১৯৭০-এর দশকে হ্যাচারিতে বিভিন্ন বিরল প্রজাতির মাছের প্রজনন শুরু করে। বছরের পর বছর বৈজ্ঞানিক গবেষণা ও অনুশীলনের পর এটি দেশের মূল প্রজনন কেন্দ্র পরিণত হয়েছে। (সূত্র: সিএমজি)