ন্যাভিগেশন মেনু

ঈদের আগে ব্যাংক লেনদেন চারদিন


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত গণপরিবহণ, মার্কেট, দোকানপাট, রেস্তোরাঁসহ সবই চালুর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এই সময়ে আগামীকাল ১৪ জুলাই সহ আরও তিনদিন ব্যাংক খোলা থাকবে।

বর্তমানে চলা লকডাউন আগামীকাল শেষ হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগের জারি করা নির্দেশনা অনুযায়ী আগামীকাল বুধবার (১৪ জুলাই) ব্যাংক লেনদেন হবে দুপুর আড়াইটা পর্যন্ত। এরপরই নতুন নির্দেশনায় ঈদের আগে তিনদিন (১৫, ১৮ এবং ১৯ জুলাই) ব্যাংক লেনদেনের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এর আগে সপ্তাহে চারদিন ব্যাংক খোলা রাখার (শুক্র, শনি ও রবিবার বন্ধ) নির্দেশনা দিয়ে ৩০ জুন নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনা, প্রতিটি ব্যাংকের প্রধান শাখা, সব বৈদেশিক বাণিজ্য শাখা এবং জেলা ও উপজেলা সদরে একটি করে শাখা খোলা রাখতে বলা হয়।

ওআ/