ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ১০ বিঘা জমির ফসল কেটে নষ্ট করেছে দূর্বৃত্তরা


পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফাঁসখালি গ্রামে ১০ বিঘা জমির কলা, পেঁপে, ঢেঁড়সের গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (১১ জুন) সন্ধ্যায় এই ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষকেরা হলেন - ফাঁসখালি গ্রামের সুলতান হোসেন, আব্দুস সালাম, আহম্মদ হোসেন, আরমান আলী, আব্দুল করিম, দেলওয়ার হোসেন, ইয়াছিন আলী ও আকমল হোসেন।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার আগে কৃষকরা তাদের নিজ নিজ জমিতে পরিচর্যার কাজ শেষ করে বাড়িতে ফিরে যান। শুক্রবার সকালে এসে দেখেন তাদের জমিতে লাগানো কলা, পেঁপে বাগানের শত শত গাছ ধারালো কোনো কিছু দিয়ে কেটে ফেলে রেখেছে। এছাড়া ঢেঁড়সের গাছও কেটে নষ্ট করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক সুলতান হোসেন জানান, তিনি ৬৬ শতাংশ জমিতে সারিবদ্ধভাবে কলাগাছ লাগিয়েছিলেন। শত শত এসব কলাগাছে প্রচুর কলা ধরেছিল। পাকার সময় হয়ে এসেছিল। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা আমার সব শেষ করে দিয়েছে।

একইভাবে আকমল হোসেনের ৯৯ শতাংশ জমিতে লাগানো সবগুলো পেঁপে ও কলাগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।

আরেক কৃষক ইয়াছিন আলী কান্না জড়িত কন্ঠে বলেন, এই জমিতে ঢেঁড়স আবাদ করে তিনি পরিবার-পরিজন নিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন কাটাতেন। দূর্বৃত্তরা সবকিছু শেষ করে দিয়েছে। তিনি কীভাবে চলবেন তা ভেবে দুশ্চিন্তায় পড়েছেন। বাকী কৃষকরা তাদের জমিতে লাগানো গাছ কেটে ফেলার বিবরণ দেন।

ক্ষতিগ্রস্থ কৃষকেরা জানান, সব মিলে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। যারা তাদের সর্বশান্ত করেছে প্রশাসনের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে ৮ জন কৃষক লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছেন। কারা একাজ করেছে তদন্ত করে খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা হবে।

জেএইচ/সিবি/এডিবি/