ন্যাভিগেশন মেনু

উইঘুরে নির্যাতন বন্ধের দাবি দাইত্তেহাদুল মুসলিমিন’ র


ইত্তেহাদুল মুসলিমিন বাংলাদেশ চিনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে উইঘুর দোপা দিবস পালন করেছে।

এ ছাড়া নির্যাতন বন্ধের দাবি জানিয়ে নারায়ণগঞ্জে কারখানার শ্রমিকরা টিশার্ট ও মাস্ক পরে বিক্ষোভ মিছিল করেন। তারা মুসলিম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান।

দোপা একটি ঐতিহ্যবাহী টুপি, যা উইঘুররা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য পালন এবং রক্ষার জন্য পরিধান করে। ৫ মে  বিশ্বব্যাপী উইঘুর কমিউনিট এই দিবস পালন করে থাকে। দিবসটি উপলক্ষে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বাংলাদেশ (ঢাকা মহানগর) আলোচনাসভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন মাওলানা আবুল কাসেম কাসেমী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা জাফরুল্লাহ খান, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা আব্দুর রউফ ইউসূফী প্রমুখ।

এস এস