ন্যাভিগেশন মেনু

উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের ১৬ আসনে ভোট গ্রহণ


উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল স্বাভাবিক।

স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব বলেন, ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমি চাই ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কোনও ধরনের মারামারি যাতে না হয়।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানান, বিএনপি-জামাতের ভোট উৎসব ম্লান করার অপচেষ্টা উচ্ছ্বাসে পরিণত হয়েছে ভোটাররা আনন্দের সাথে কেন্দ্রে এসে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে ঘরে ফিরে গেছেন।

রবিবার সকাল থেকে চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশ), চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) সংসদীয় আসনের ২৮ টি কেন্দ্রে সরেজমিন পরিদর্শন ও বাকী ১২টি আসনের ভোটার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বরত সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানায়।

পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি অনেক বেশি ছিল। সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরুর সময়ে শীতকে উপেক্ষা করে দীর্ঘ লাইনে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্র মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কেন্দ্র প্রধান ও এজেন্টকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকার মাহবুব রহমান রুহেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। ভোটগ্রহণ শুরু হওয়ার পর উত্তর ধুম দৌলত বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন। এসময় তার সাথে ছিলেন মা আয়েশা সুলতানাসহ পরিবারের অন্যান্য
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ভোট দিয়েছেন।
নগরের আন্দরকিল্লা মুসলিম অ্যাডুকেশন সোসাইটি বিদ্যালয়ে কেন্দ্রে যান তিনি।

তিনি বলেন, বিএনপি জনগণকে নির্বাচন বর্জনের ডাক দিলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতিতে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে।
বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা যায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী) আসনের কেন্দ্র নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে বিপুল সংখ্যক ভোটারকে ভোট দিতে দেখা যায়। প্রিজাইডিং অফিসার জানান, দুপুরে ৩৪ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। তিনি তার কেন্দ্রে ৪০ শতাংশ ভোট পড়বে বলে আশা করেন।

‌মোহরার আ‌নোয়ারা বেগম স্কু‌লে কেট‌লি মার্কায় ভোট দি‌লেন চট্টগ্রাম-৮ আস‌নের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম। তি‌নি ভোট কে‌ন্দ্রে গে‌লে কে‌ন্ত্রের বাই‌রে কর্মী সমর্থকরা উৎসাহ উদ্দীপনা নি‌য়ে তাঁ‌কে অভ‌্যর্থনা জানান।

ভোট প্রদান শে‌ষে উপ‌স্থিত গণমাধ‌্যম কর্মী‌দের দেয়া সাক্ষাৎকা‌রে ব‌লেন, মানু‌ষের ম‌ধ্যে কেটলী মার্কার সমর্থ‌নে যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখে‌ছি জ‌য়ের ব‌্যাপা‌রে আ‌মি শতভাগ আশাবাদী। তবে চান্দগাঁও মৌলভী পুকুর পাড় এলাকায় ভোটবিরোধীরা ভোটারদের বাধাদানের চেষ্টা করে। এ সময় ভোটগ্রহণর প্রক্রিয়া স্বাভাবিক রাখতে এগিয়ে আসা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তারা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী নগরীর বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। তিনি চট্টগ্রাম-৮ আসনের ভোটার।

ভোট দিয়ে মেয়র বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ভোট দিয়েছি। নাগরিকদের বলব, গণতন্ত্র সমুন্নত রাখতে, উন্নয়নের ধারাকে বেগবান করতে ভোট দিন। আপনাদের সমর্থনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আরো দৃঢ়ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে।

পরিদর্শনে প্রায় প্রতিটি কেন্দ্রে তরুণ ভোটারের আধিক্য চোখে পড়ার মতো ছিল। এরা উচ্ছ্বাস নিয়ে কেউ সপরিবারে, কেউ কেউ বন্ধু-বান্ধব মিলে কেন্দ্রে এসেছেন এবং লাইন ধরে ভোট দিয়ে জনতার কাতারে ভিড়ে আড্ডায় মেতেছেন।

চট্টগ্রাম-৯ আসনের ভোটার রামিশা আনজুম বেলা ১২ টার দিকে বাকলিয়া সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন তার স্বামীকে নিয়ে।

তিনি বলেন, ‘এবার আমি প্রথম ভোটার হয়ে ভোট দিলাম। এতোদিন বাবা-মা’র মুখে ভোটের গল্প শুনেছি, আজ ভোট দিয়ে অনেক খুশি লাগছে। আমি এ কেন্দ্রের ভোটার হলেও আমার স্বামীর কেন্দ্র প্রায় তিন কিলোমিটার দূরে। কিন্তু ভোট দিতে আমার আগ্রহ দেখে সে আমাকে সঙ্গে নিয়ে এখানে এসেছে। কেন্দ্রে এসে এমন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে মন ভালো হয়ে গেছে।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম ভোট দিয়েছেন। তিনি পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে মোতাহেরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

চট্টগ্রাম-১৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের শেষ পর্যায়ে এসে এই সিদ্ধান্ত দেয় কমিশন।

মোস্তাফিজুর রহমানকে ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আরপিও, ১৯৭২ এর ধারা ৭৩ ও ধারা ৮৪ক-এর অধীনে নির্বাচনী অপরাধ সংঘটন করেছেন মর্মে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক, চট্টগ্রাম এবং পুলিশ সুপার, চট্টগ্রাম নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন। ’

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কমনওয়েলথ এর প্রতিনিধি দল। দলের দুই সদস্য টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি রোববার সকালে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র ও পৌর সদরের সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কেএম রফিকুল ইসলাম সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র ঘুরে দেখেন।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী গহিরা এ জে কে ওয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন। হুইল চেয়ারে বসা রোগী, প্রবাসী, চাকরিজীবী, ছাত্র, গৃহিণীসহ নানা বয়সী মানুষের মিলনমেলা যেন একেকটি কেন্দ্র। ভোর থেকে ভোটারের দীর্ঘ লাইন। ভোটের কালি লাগানো আঙুল উঁচিয়ে বিজয়ীর বেশে বের হচ্ছেন তরুণরা। রাউজানের ভোটের চিত্র উৎসবমুখর
চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী

মোহাম্মদ মনজুর আলম হাজী দাউদ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন। পরে তিনি তাঁর সংসদীয় আসন এলাকায় ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে পি এইচ আমিন একাডেমি কেন্দ্র, ২৫নং রামপুর এয়াকুব আলী ভোট কেন্দ্র সহ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে দেখেন এবং লাইনে দাঁড়ানো ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে ১২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৬৩ লাখ ৭ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ৩২ লাখ ৮২ হাজার ২৫৫ জন ও মহিলা ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন।