ন্যাভিগেশন মেনু

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ


২০২১ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান ও প্রতিবেদন প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে সংশ্লিষ্ট ১১টি বোর্ডের চেয়ারম্যানগণ হস্তান্তর করেন।

ফলাফল প্রকাশকালে প্রধানমন্ত্রী ‘আজকের শিক্ষার্থীদের আগামীর ভবিষ্যত’ আখ্যায়িত করে আশা প্রকাশ করেন- শিক্ষার্থীরা এই বিষয়টি মাথায় রেখেই শিক্ষা গ্রহণ করবে যাতে তারা জাতি গঠনে অবদান রাখতে পারে এবং দেশকে এগিয়ে নিতে পারে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী স্বাগত ভাষণ দেন। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভগের সচিব আবু বকর সিদ্দিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এছাড়াও, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মো. আমিনুল ইসলাম খান।

করোনা ভাইরাস পরিস্থিতিতে ১১ টি শিক্ষা বোর্ডে বিভাগ ভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ের ছয়টি পত্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ১৪ লাখ শিক্ষার্থী  এসব পরীক্ষায় অংশগ্রহণ করে।