ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন।
এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘একদিন তুমি আমার উপস্থিতি অথবা অনুপস্থিতি অনুভব করতে পারবে।’
আর তাতেই নজর কেড়েছেন নেটিজেনদের। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি বড় নৌকার ডেকে বিরহ ভঙ্গিতে বসে আছেন অভিনেত্রী।
তিশার এই ছবি ও ক্যাপশন নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ কৌতূহল দেখা যাচ্ছে।
ফেসবুক এবং ইনস্টাগ্রাম মিলিয়ে ছবিটিতে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা হয়েছে। হাজারও মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। তবে কারোর মন্তব্যের জবাব দেননি তিশা।
এদিকে সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘লোহার তরী’ ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। বর্তমানে বরিশালে কীর্তনখোলা নদীতে এর দৃশ্যধারণের কাজ চলছে। ঢাকা থেকে বরিশাল রুটের একটি লঞ্চে একরাতে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে ওয়েব ফিল্মটি।
ওআ/