ন্যাভিগেশন মেনু

এবার লুবাবার কণ্ঠে ভাইরাল গান ‘মানিকে মাগে হিথে’


সম্প্রতি  সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ‘মানিকে মাগে হিথে’ গানটি।  শ্রীলংকার তরুণ শিল্পী ইয়োহানি ডি সিলভার  গাওয়া গানটি ইতোমধ্যে ব্যবপক জনপ্রিয় হয়ে উঠেছে।

ভারত, পাকিস্তানসহ আরও অনেক দেশেই পৌঁছে গেছে তার গানের এই ভিডিও।  ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গানটি ঘিরে আগ্রহের কমতি নেই।

অনেকেই কাভার করেছেন এই গানটি। এবার গানটি গেয়েছে প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি শিশুশিল্পী সিমরিন লুবাবা। 

‘মানিকে মাগে হিথে’ গানটির একটি স্টুডিও ভার্সন প্রকাশ করেছেন লুবাবা। নিজের ফেসবুকের পাশাপাশি ‘সিমরিন লুবাবা’ নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটির মধ্যে সিলেটের জনপ্রিয় লোকগীতি ‘নয়া দামান’ এর কিছু অংশ মিক্স করে গেয়েছেন লুবাবা।

জানা যায়, লুবাবার গাওয়া ‘মানিকে মাগে হিথে’ গানের রেকর্ডিং হয়েছে টিআর মিউজিক স্টুডিওতে। গানের সুর-সঙ্গীত মিক্স করেছেন শিহাব এবং ভিডিওর কাজ করেছেন অন্তর। গানটি শেয়ার করার পর থেকে মন্তব্যের ঘরে প্রশংসায় ভরে যাচ্ছে। 

ওআ/