ন্যাভিগেশন মেনু

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৩৯.৮৬


এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রকাশিত ফলাফলে এবার পাসের হার ৩৯.৮৬। 

রবিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর।

মেডিক্যাল কলেজে অধিদপ্তরের ওয়েবসাইট: www.dghs.gov.bd এ পাওয়া যাবে এই ফল।

এর আগে গত শুক্রবার (২ এপ্রিল) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে সকাল ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছিলো। 

এছাড়া পরীক্ষা কেন্দ্রের প্রবেশপথে তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক অটো স্প্রে মেশিনসহ হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছিল। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি এবং শরীরের তাপমাত্রা যাচাই করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়।

চলতি বছর ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছেন। সেই হিসাবে এ বছর আসনপ্রতি ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

এডিবি/