ন্যাভিগেশন মেনু

এ মাসেই ৩ বিভাগে শৈত্যপ্রবাহ


যশোর, রংপুর ও রাজশাহী বিভাগে আসছে শৈত্যপ্রবাহ। দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বিভাগগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে আগামী মঙ্গলবার (১৩ জানুয়ারি) বা বুধবার (১৪ জানুয়ারি) থেকে।

শনিবার (৯ জানুয়ারি) সকালে শৈতপ্রবাহ সম্পর্কিত এসব তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ আরিফ হোসেন।

এদিকে, শনিবার (৯ জানুয়ারি) নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সকালে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চার দিনের (১৩ জানুয়ারি) শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এস এ/এডিবি