ন্যাভিগেশন মেনু

ওয়ানডেতে সর্বোচ্চ হারের রেকর্ড এখন শ্রীলঙ্কার


লজ্জার রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে শ্রীলঙ্কা। এই দুই হারে শ্রীলঙ্কাকে দেখতে হলো সর্বোচ্চ সংখ্যক ম্যাচে হার।

শ্রীলঙ্কা এখন পর্যন্ত আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছে ৮৬০টি। যেখানে হেরেছে ৪২৮টি ম্যাচ আর জিতেছে ৩৯০টি ম্যাচ। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ হারের রেকর্ড ছিল এতোদিন ভারতের। তারা ৯৯৩ ম্যাচে হেরেছে ৪২৭টি ম্যাচ আর জিতেছে ৫১৬ ম্যাচ।

এই রেকর্ডে পাকিস্তান রয়েছে তিন নম্বরে। ৯৩৩ ম্যাচে পাকিস্তানের ৪৯০ জয়ের বিপরীতে ৪১৪ ম্যাচে হেরেছে তারা। এছাড়া ৩৮৪ ম্যাচে পরাজয় নিয়ে চার নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বর্তমানে সময়টা বেশ খারাপ যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেটের। ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবার পর ওয়ানডে সিরিজও হাতছানি দিচ্ছে আরেকবার হোয়াইটওয়াশের।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮৫ রানে অল-আউট হয়ে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ২৪১ রান করেও হেরে যায় ৮ উইকেটে।

এমআইআর/এডিবি/