এই সময়ের মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি। শোবিজে নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রী অভিনয় করেছেন ‘সিক্রেট ডেলিভারী’ নামের একটি ওয়েব সিরিজে।
সিক্রেট ডেলিভারী’ নির্মাণ করেছেন তরুণ নির্মাতা উত্তম কুমার। এটি তার নির্মিত প্রথম ওয়েব সিরিজ। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।
জানা গেছে, এরই মধ্যে রাজধানীর ধানমন্ডিতে শেষ হয়েছে ‘সিক্রেট ডেলিভারী’ ওয়েব সিরিজটির প্রথম পর্বের শুটিং। সম্পূর্ণ থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন আতিক রহমান, রাকিব হাসান বাপ্পি প্রমুখ।
উত্তম কুমার বলেন, ‘পরিচালক হিসেবে এটা আমার প্রথম কাজ। নিজের সবটুকু দিয়ে দর্শকদের সামনে গল্পটি সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। এতে সাফল্য পেলে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার ইচ্ছে আছে। ’
এ প্রসঙ্গে সেমন্তী সৌমি বলেন, ‘এই ওয়েব সিরিজের চরিত্রে একেবারে নতুনত্ব আছে। আশা করি, দর্শক পছন্দ করবে।’
২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমেই দর্শক প্রথম তাকে টিভিপর্দায় দেখেন। বিজ্ঞাপনের পর মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘আগুন পোকা’ নাটকে প্রথম অভিনয় করেন।
এরপর ‘প্রহর’, ‘রাফ ম্যান’, ‘দ্য মাস্টারপিস’, ‘গৃহবধূ’সহ বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি। বড়পর্দায় নায়িকা হিসেবে কাজ করেছেন উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ সিনেমায়। এতে সৌমির বিপরীতে অভিনয় করেছিলেন তাসকিন রহমান।
ওআ/