ন্যাভিগেশন মেনু

করোনায় আক্রান্ত ২ কোটি ৮ লাখ, মৃত্যু ৭ লাখ ৪৭ হাজার


করোনাভাইরাস সনাক্তের প্রায় ৮ মাসে কেড়ে নিয়েছে প্রায় সাড়ে সাত লাখ প্রাণ। সে হিসেবে প্রতিমাসে প্রায় এক লাখ লোকের জীবণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। তথ্য প্রযুক্তির এই বিস্ময়কর যুগে চিনের হুবেই প্রদেশের উহান শহরে জন্ম নেওয়া করোনাভাইরাস (কভিড-১৯) মহামারি বিশ্বের সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।

এই করোনাভাইরাস সংক্রমণে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৪১১ জন।

আন্তর্জাতিক জরীপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি, বিশ্বের মোট ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সনাক্ত হয়েছে প্রায় ২ লাখ ৮৫ হাজার ৫৯৩ জন মানুষ। মারা গেছেন ৬ হাজার ৮২২ জন। আবারও একদিনে মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্র সবার উপরে। আর ভারতের অবস্থান তৃতীয়।

এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ২ কোটি ৮ লাখ মানুষ। তাছাড়া সুস্থ হয়েছে ১ কোটি ৩৭ লাখ মানুষ।

এই ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ১৩১ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে ১ লাখ ৪ হাজার ২৬৩ জন। তাছাড়া তৃতীয় সর্বোচ্চ মেক্সিকোতে ৫৩ হাজার ৯২৯ জন।

গত একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে মারা গেছে ১ হাজার ৩৮৬ জন। একই সময়ে ব্রাজিলে মারা গেছে ১ হাজার ১৬৪ জন ও ভারতে ৯৫০ জন, মেক্সিকোতে ৯২৬ জন ও কলম্বিয়ায় ৩৬২ জন।

তাছাড়া একই সময়ে ইরানে ১৮৮ জন, রাশিয়ায় ১২৯ জন, পেরুতে ২১২ জন, চিলিতে ২৭ জন, পাকিস্তানে ১৭ জন, ইতালিতে ১০ জন, ব্রিটেনে ২০ জন, তুরষ্কে ১৮ জন, কানাডায় ১৫ জন, সৌদি আরবে ৩৬ জন, দক্ষিন আফ্রিকায় ২৫৯ জন,  মিশরে ২৬ জন, ইরাকে ৫৭ জন, ইন্দোনেশিয়ায় ৭৯ জন, আর্জেন্টিনায় ২০৯ জন, ইকুয়েডরে ৩৩ জন, ইউক্রেনে ১৯ জন ও ইরাকে ৫৭ জন মারা গেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ৫১৩ আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জন আর সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন।

এডিবি/