ন্যাভিগেশন মেনু

করোনায় নিউইয়র্কে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রাক্তন এমপি সিরাজুল ইসলামের মৃত্যু


মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের টিকিটে মৌলভীবাজার-১ এর সাবেক এমপি সিরাজুল ইসলাম (৭৭) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এপ্রিল শনিবার নিউইয়র্ক সিটির কুইন্সের হাসপাতালে ইন্তেকাল করেছেন।

বেশ কদিন এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগের প্রবীন এই নেতা। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি এম এ সালাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া প্রমুখ নেতৃবৃন্দ। 

হাসপাতাল সূত্রে জানানো হয়, একইদিন সন্ধ্যায় কুইন্স হাসপাতালে ইন্তেকাল করেছেন তাহমিনা ইসলাম খান তমা (৩০)। জামালপুর জেলার ইসলামপুর উপজেলা সদরের সন্তান তাজুল ইসলাম খানের কন্যা তাহমিনা ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিবাসী ভিসায় নিউইয়র্কে আসার আগে রাজধানী ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি করেছিলেন। বহুবছর পর বাবার সাথে মিলিত হবার আনন্দের রেশ না কাটতেই অবিবাহিতা অবস্থায়ই তাহমিনা করোনার ভিকটিম হলেন। 

এদিকে, ৫ এপ্রিল রবিবার নিউইয়র্ক সিটির কুইন্স এবং ব্রুকলীনে কামাল আহমেদ (৬৬), রাফায়েল (৪৫), বাবুল (৬০), আতাউর রহমান (৫৬) নামক ৩ বাংলাদেশীর মৃত্যুর সংবাদ দিয়েছেন স্বজনেরা। 

এ নিয়ে নিউইয়র্ক অঞ্চলে কমপক্ষে ৭৮ বাংলাদেশির মৃত্যুর সংবাদ পাওয়া গেল ১৪ মার্চ থেকে। এদিকে, নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়োর করোনা-সমন্বয়কারি অফিস থেকে ৫ এপ্রিল রবিবার সন্ধ্যায় এনআরবি নিউজকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরো ২১৮ জনের প্রাণহানীর ফলে মোট ২৪০০ জনের মৃত্যুর তথ্য এসেছে। 

আক্রান্ত ৬৫ হাজার জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৪২০৫ জন। সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে কুইন্সে-২১৭৮১। দ্বিতীয় শীর্ষে ব্রুকলীন-১৭৫২০। এরপরের ক্রমিকে ব্রঙ্কস-১২৭৩৮, ম্যানহাটান-৯২৫১ এবং স্ট্যাটনে আইল্যান্ড বরোতে ৩৬২৮ জন।  

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে ৪ পুলিশ অফিসার, এবছর একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড. নূরাননবীর পুত্র আদনান এবং পুত্রবধূ নিকল করোনা ভাইরাসের কবল থেকে মুক্তিলাভ করেছেন। 

তারা বাস করছেন নিউইয়র্ক সিটির ম্যানহাটানে। একইভাবে সপ্তাহ দুয়েক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হাসপাতাল ত্যাগে সক্ষম হয়েছেন বিএনপি নেতা খালেক আকন্দ এবং তার পুত্র। খালেক আকন্দ ছিলেন ব্রুকলীনের ব্রুকডেল হাসপাতালে। এভাবেই একদিনে মৃত্যু এবং অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগের সংবাদ আসছে। 

এদিকে, ১৯ মার্চ থেকে লকডাউনে থাকা নিউইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে প্রবাসীরাও অসহায়বোধ করছেন। মার্কিন কংগ্রেসে পাশ হওয়া দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলারের করোনা-প্রণোদনা বিলের পরিপ্রেক্ষিতে বেকার হয়ে পড়া লোকজন কিছুটা স্বস্তিবোধ করলেও গৃহবন্দিত্বের যন্ত্রণা মোটেও কমেনি। 

স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অনলাইনে ক্লাস অব্যাহত রাখলেও মে এবং জুন মাসে যারা গ্র্যাজুয়েশনের প্রস্তুতি নিয়েছিলেন, তারাও প্রচন্ডভাবে হতাশ। কারণ, সবকিছুই স্থগিত ঘোষণা করা হয়েছে।

এস এস