ন্যাভিগেশন মেনু

করোনায় মারা গেলেন বাংলাদেশ বেতারের পরিচালক


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিচালক আমানুল্লাহ মাসুদ হাসান (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

শনিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলিস্থানে অবস্থিত সরকারী কর্মচারি হাসপাতাল তিনি মারা যান।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই আসাদুল্লাহ মামুন হাসান বলেন, ‘গত রবিবার (১১ অক্টোবর) তিনি করোনায় আক্রান্ত হন। এরপর তাকে সেদিনই সরকারী কর্মচারি হাসপাতালে ভর্তি করা হয়। গত দুইদিন তিনি আইসিইউতে ছিলেন। অবশেষে আজ ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি দেন।’

এর আগে আমানুল্লাহ মাসুদ হাসান দীর্ঘদিন রাজশাহী বেতারের সহকারী আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি রংপুর ও রাঙামাটি বেতারের আঞ্চলিক পরিচালক হিসেবেও দীর্ঘদিন কর্মরত ছিলেন।

ওআ/