NAVIGATION MENU

করোনা আক্রান্ত জার্মানির স্বাস্থ্যমন্ত্রী


করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন স্পান।

বুধবার (২১ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

৪০ বছর বয়স্ক স্পান সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে করোনা টেস্টের জন্য নমুনা দেন। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

স্বাস্থ্যমন্ত্রী ইয়েন স্পানের করোনা আক্রান্ত হওয়ার খবর জেনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এক ট্যুইটে বলেন, ‘আপনার জন্য শুভ কামনা করছি।’

টুইটে স্পান লেখেন– আমি বাসায় আইসোলেশনে আছি। আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবার সুস্থতা কামনা করছি।  সবাই দূরত্ব মেনে চলুন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘স্পানের সংস্পর্শে আসা সবাইকে তার আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছে। তবে বুধবার স্পানের সঙ্গে একটি বৈঠকে অংশ নিলেও চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের মন্ত্রিসভার কেউই সেলফ-আইসোলেশনে যাবেন না।’

এমআইআর/এডিবি