ন্যাভিগেশন মেনু

করোনা আক্রান্ত প্রবাসীদের পাশে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ


করোনায় আক্রান্ত পরিবারের বাসায় খাদ্য-সামগ্রি পৌঁছে দিচ্ছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ। 

শুক্রবার (৮ মে) থেকে যারা ঘর থেকে বের হতে এবং স্টোরে গিয়ে গ্রোসারি ক্রয় করতে একেবারেই অক্ষম - এমন অসহায় প্রবাসীদের তালিকা তৈরী করে ১৫দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর নেতৃত্বে এই টিমে রয়েছেন সংগঠনের অন্যতম সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি হাজী আব্দুল কাদের মিয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এবং আশরাফ আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য হাজী জাফরউল্লাহ, নির্বাহী সদস্য এটিএম মাসুদ প্রমুখ।

পিপিই, মাস্ক পরে সামাজিক দূরত্ব (৬ ফুট অন্তর) অটুট রেখে কয়েক গ্রুপে বিভক্ত হয়ে তারা বেশ কয়েক ডজন প্রবাসীসহ ৬ মুক্তিযোদ্ধার বাসাতেও খাদ্যের প্যাকেট পৌঁছে দিয়েছেন উদ্বোধনী দিনে।

প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, খেজুর, আলু, লবণ, চিনি, চা-পাতা, ডানো দুধ ,চিড়া, মুড়ি, ছোলা ইত্যাদি।

নেতৃবৃন্দ জানিয়েছেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এডিবি/