ন্যাভিগেশন মেনু

কোভিড-১৯ ও জলবায়ু বিষয়ে পদক্ষেপ নিতে জাতিসংঘ মহাসচিবের আহ্বান


‘বিশ্ব ভুল পথে চলছে’ বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে তিনি রাষ্ট্রসমূহের প্রতি কোভিড-১৯ মহামারি এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কভিড-১৯ একটি ঘুম ভাঙানিয়া ডাক। কিন্তু আমরা গভীর ঘুমে আচ্ছন্ন। 

আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে কথা বলতে গিয়ে গুতেরেস দুঃখ প্রকাশ করে বলেন, টিকা উৎপাদনকারী দেশগুলো ২০২২ সালের প্রথমার্ধে বিশ্বের জনসংখ্যার ৭০ শতাংশকে টিকা দেওয়ার লক্ষ্যে উৎপাদন বাড়াতে ব্যর্থ।

গুতেরেস বলেন, জীবন সংহারি জরুরি প্রয়োজনের সময়েও আমাদের একত্রিত করতে এবং সাধারণ কল্যাণের জন্য সিদ্ধান্ত নেওয়ার ব্যর্থতা কভিড-১৯ আমাদের দেখিয়ে দিয়েছে। 

নভেম্বরে স্কটল্যান্ডে জলবায়ু বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলন কপ-২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু ভ্যাকসিন বৈষম্যের কারণে জলবায়ু কর্মীরা এটি স্থগিতের দাবি জানিয়ে আসছে। 

জলবায়ু বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলন বিলম্ব করার আহ্বান নাকচ করে গুতেরেস বলেন, এটি ভালো হবে না। বিলম্ব অনেক হয়েছে। বিষয়টি জরুরি।

গুতেরেস সবচেয়ে দূষণকারী দু’টি দেশ যুক্তরাষ্ট্র ও চিনের প্রতি জলবায়ু পরিবর্তন রোধকল্পে আরও কিছু করার আহ্বান জানিয়েছেন। 

গুতেরেস বলেন, 'আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী অংশীদারিত্ব প্রয়োজন। যেমন - উন্নয়নের জন্য অর্থায়ন, জলবায়ু-সংক্রান্ত উন্নয়ন সমস্যা, প্রশমন, অভিযোজন এবং নির্গমণের ক্ষেত্রে আমাদের চিন থেকে আরও প্রচেষ্টা প্রয়োজন।' সূত্র: এপি

এডিবি/