ন্যাভিগেশন মেনু

ক্যামেরার সামনে দাঁড়াতে পারাটা মঙ্গল, দ্রুত কাজে ফিরতে চাই: পরীমনি


একদিকে ২৭ দিন পর কারাগার থেকে মুক্তির সংবাদে উচ্ছসিত। অন্যদিকে ঘরে ফিরে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে। তিনি রাজধানীর বনানীতে ভাড়া বাসায় থাকেন। এখান থেকেই তাকে আটক করা হয়। আবার টানা ২৭ দিন কারাগারে থাকার পর বুধবার তিনি এ বাসায়ই ফেরেন।

মঙ্গলবার জামিনের সংবাদে কারাগারের ভেতরে থাকা পরীমনির রাত কেটেছে আনন্দে, হাতে লাগিয়েছেন মেহেদি। এই আনন্দে পরীমনি মধ্যরাত পর্যন্ত অন্য নারী আসামিদের সঙ্গে গল্প করেন। কাশিমপুর মহিলা কারাগারে বিউটি পার্লার রয়েছে। সাজাপ্রাপ্ত আসামিদের প্রশিক্ষণের জন্য এই পার্লার করা হয়েছে।

বুধবার ঢাকার অদূরে কাশিমপুর নারী কেন্দ্রীয় কারাগার থেকে সুত্র জানায়, পরীমনির জামিনের কাগজ রাত এগারোটায় এসে পৌঁছায়। সকালের দিকে তাকে অবগত করা হয় আদালত তাকে জামিন দিয়েছেন। মঙ্গলবারেই জামিনের খবর পরীমনি জানতে পারেন। তারপর খুশিতে ওয়ার্ডে মধ্যরাত পর্যন্ত পরীমনি অন্য নারী আসামিদের সঙ্গে গল্প করেন।

কারাগারের পার্লার থেকে হাতে মেহেদি লাগান পরীমনি। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে স্বজনরা তাকে বরণ করে নেন। তিনি এখন রয়েছেন বনানীর ভাড়া বাসায়ই। এখনও আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সঙ্গে কথা বলেননি তিনি।তবে মোবাইল ফোনে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানান, তার শরীর ভালো নেই। একটা ট্রমার মধ্যে আছি। সবার সহযোগিতা চাই। 

কাশিমপুর কারাগার থেকে বেরোনোর সময় পরীমনির হাতে মেহেদিতে লেখা একটি ইংরেজি বাক্য দৃষ্টি কাড়ে অনেকের। ‘‘ডোন্ট লাভ মি বিচ’’। এটি একটি ইংরেজি গানের লাইন।পরীমনি কার উদ্দেশ্যে এটি লিখেছেন, এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। পরী উত্তর দিয়েছেন, ‘এ বার্তা আমার চারপাশের দু’মুখো সাপগুলোর জন্য। যারা ভালোবাসা মুখে দেখায়, কিন্তু হৃদয়ে বিষ ধারণ করে।

আমার বিশ্বাস, যাদের জন্য বলেছি, তারা ঠিকই টের পেয়েছেন।আমি আমার শত্রু-মিত্র চিনতে পেরেছি। সামনের দিনগুলোতে সতর্ক থাকবো। 

এদিকে কারামুক্ত হয়ে বাসা ছাড়ার নোটিশ পেয়েছেন বলেও জানান পরীমনি। বলেন, চারদিন আগে তাকে বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে। আজ বাসায় ফিরে তিনি সেটা জানতে পারেন। আগামী কয়েক মাসের মধ্যেই বাসাটি ছাড়তে হবে।তিনি এও বলেন, নোটিশ কেন দেবে না, সেটা বলুন!

গত কয়েক মাসে কতকিছুই তো ঘটল। বাসার মালিক এত কিছু সহ্য করেছে, এটাই কম কিসে। আমার বাসা হলে তো আমিই সহ্য করতে পারতাম না। বাসার গেটে ক্যামেরা তাক করা থাকে।এ বাসায় তো আমি একা থাকি না। অন্য অনেকেই আছেন।

আমার জন্য তো তাদের সমস্যা হয়। আমার জন্য তো অন্যদের সমস্যায় ফেলা ঠিক হবে না। সবাই তো আর ক্যামেরায় ইউজ টু না।

মুক্তির পরীমনির পরনে ছিল সাদা রঙের টিশার্ট, সান গ্লাস এবং মাথায় পাগড়ির মতো করে প্যাঁচানো ছিল সাদা ওড়না। মঙ্গলবার ৫০ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেওয়া হয়। গত ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। রিমান্ডের সময়সীমা বাদে কাশিমপুর কারাগারে ১৯ দিন ছিলেন আলোচিত এই নায়িকা।

কাজে ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, কাজ নিয়ে কারও সঙ্গে কথা বলিনি এখনও। মাত্রই তো এলাম। বাসায় এসে গোসল করলাম, খেলাম। তবে যত দ্রুত ক্যামেরার সামনে দাঁড়াতে পারব, ততই আমার জন্য মঙ্গল হবে। নির্মাতাদের সঙ্গে কথা বলব ভাবছি। দ্রুতই কাজে ফিরতে চাই।

এসএস