ন্যাভিগেশন মেনু

গেতাফেকে ২-১ গোলে হারালো বার্সেলোনা


লা লিগায় গেতাফেকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারিয়ে আসর শুরুর পর গত সপ্তাহে আথলেতিক বিলবাওয়ের মাঠে ১-১ ড্র করে বার্সেলোনা। ঘরের মাঠে ফিরে আবারও জয়ের দেখা পেল তারা।

রবিবার (২৯ আগস্ট) ন্যু ক্যাম্পে ম্যাচের মাত্র তিন মিনিটেই জর্দি আলবার ক্রস থেকে বার্সাকে লিড এনে দেন সার্জিও রবার্তো।

ম্যাচের ১৮ মিনিটে চার্লস অ্যালেনার সহায়তায় গেতাফেকে সমতায় ফেরান সান্দ্রো রামিরেজ। ৩০ মিনিটে ডি ইয়ংয়ের পাস থেকে মেমফিস ডিপাইর গোলে আবার এগিয়ে যায় বার্সা। শেষ পর্যন্ত আর কোন দল গোলের দেখা না পাওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণভাগে ভুগতে দেখা গেছে বার্সেলোনাকে। গোলের উদ্দেশে তারা মাত্র সাতটি শট নিতে পার, ২০০৩-০৪ মৌসুমের পর থেকে লা লিগায় ঘরের মাঠে যা তাদের যৌথভাবে সর্বনিম্ন। সাবেক কোচ এরনেস্তো ভালভেরদের সময়ে ২০১৯ সালের জানুয়ারিতে এইবারের বিপক্ষেও সমান সাতটি শট নিয়েছিল কাতালান ক্লাবটি। মাত্র ৩৩ শতাংশ সময় বল দখলে রাখা গেতাফেরও তিনটি শট লক্ষ্যে ছিল, আটটির মধ্যে।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠল বার্সেলোনা। যথাক্রমে প্রথম তিনটি স্থানে থাকা রিয়াল মাদ্রিদ, সেভিয়া ও ভালেন্সিয়ার পয়েন্টও সমান ৭।

এমআইআর/এডিবি/