ন্যাভিগেশন মেনু

চট্টগ্রামে হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (র.) বার্ষিক ওরশ শরীফ পালিত


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে শুক্রবার (১৯ জানুয়ারি) গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (র.) এর বার্ষিক ওরশ শরীফ উদযাপন করা হয়।

এ উপলক্ষে বাদে ফজর সাবেক মেয়রের বাসভবনে খতমে কোরানে পাক, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজায়ে খাজেগান এবং হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল এবং গরীবে নেওয়াজের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

ধর্মীয় আয়োজনে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, পবিত্র ইসলামের প্রচার ও প্রসারে খাজা গরীবে নেওয়াজের অবদান মুসলমানরা কখনও ভুলতে পারবে না। তিনি একজন আল্লাহর ওলী এবং ইসলাম প্রচারক ছিলেন। তাঁর শিক্ষায় এবং দেখানো পথে আমরা মানবকল্যাণে নিয়োজিত রয়েছি। 

তিনি বলেন, মানবিক মানুষ হওয়ার মধ্যেই আল্লাহর রহমত ভরপুর। সাবেক মেয়র হযরত খাজা মঈনুদ্দিন চিশতীর জীবন চরিত থেকে শিক্ষা নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কল্যাণে। 

খাজা গরীবে নেওয়াজের ওরশ শরীফের ধর্মীয় আয়োজনে মোস্তফা হাকিমের গ্রুপের পরিচালক আলহাজ্ব শাহীন আলম, ডা. মেজবাহ উদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম রাজু, আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, সৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, সারহান আব্দুল্লাহ মনজুর আলম, বাদশা আলম সহ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইউনুচ রজভী।