ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

"বিজয় মানে খুশি, বিজয় মানে আনন্দ"


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ পালিত হয়। শনিবার সকালে বন্দরের জল সীমানায় অবস্থিত সকল জাহাজ ও জলযান সমূহ কর্তৃক এক নাগাড়ে ১ মিনিট হুইসেল বাজানো এবং বন্দর চ্যানেলে অবস্থানরত জাহাজ ও জলযান সমূহ রঙ্গিন পতাকা দ্বারা সজ্জিত করা হয়।

পরে সূর্যোদয়ের সাথে চট্টগ্রাম বন্দর র্কৃপক্ষের সকল দপ্তর, ভবন, আবাসিক ভবন, চ্যানেলে অবস্থিত জলযান সমূহে, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব/সংসদ সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । একই সময়ে চেয়ারম্যান, চবক ও সদস্যবৃন্দ চবক রিপাবলিক ক্লাবস্থ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুস্পস্তবক অর্পণ করেন। 

চবক চেয়ারম্যান দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টরি প্রর্দশন অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অতিথি বক্তা হিসেবে বন্দরের প্রাক্তন সদস্য হাদী হোসেন বাবুল, সদস্য(এএন্ডপি) মোঃ হাবিবুর রহমান (যুগ্ম-সচিব) ও পরিচালক (প্রশাসন) মোঃ মমিনুর রশীদ (উপ-সচিব) মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবক চেয়ারম্যান বলেন, বিজয় মানে খুশি, বিজয় মানে আনন্দ। তিনি আজকের এই আনন্দের দিনে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। মুক্তি যোদ্ধাদের স্মরণে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরের একটি ফ্রিডম টাওয়ার নির্মাণের পরিকল্পনার কথা ব্যক্ত করেন।

তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ্ বুকে ধারন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

পরবর্তীতে বাদ যোহর চেয়ারম্যান, চবক মহোদয়, সদস্যগণ ও বিভাগীয় প্রধানগণ বন্দর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। এতে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্নার মাগফিরাত, মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতীর সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে চবক আওতাধীন সকল মসজিদ, এবাদতখানা, মন্দির ও বৌদ্ধ বিহারে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয় এবং বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানরে খাবার পরিবেশন করা হয়।। মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে চবক অফিসার্স এসোসিয়েশন ও চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ এবং মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও বন্দর রিপাবলিক ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

চবক চেয়ারম্যান প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।