ন্যাভিগেশন মেনু

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দৃষ্টিনন্দন ফুলের বাগান নজর কাড়ছে পথচারীর


চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক রাউজানের অংশে দশ কিলোমিটার সড়কের আইল্যান্ডের মাঝখানে দৃষ্টিনন্দন গাঁদা ফুলের বাগান। পাশাপাশি রয়েছে বিদেশি খেজুর গাছ। এমন সৌন্দর্যময় দৃশ্য এখন রাঙামাটি ও খাগড়াছড়ি ভ্রমণে যাওয়া পর্যটকসহ সকলের নজর কাঁড়ছে। রাউজানে প্রবেশ করলে মনে হবে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দৃষ্টিনন্দন একটি শহর। যা দেখতে মনে হবে ইউরোপের আদলে একটি স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাউজান। সত্যিই অপরূপ এক দৃশ্য। 

যা আজকে প্রত্যেক উপজেলার মানুষের মুখে মুখে রাউজানের উন্নয়নের কথা শুনা যাচ্ছে। উপজেলার হালদা নদীর সর্তারঘাট থেকে রাউজান-ঢালাই মুখ পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের আইল্যান্ডের মাঝখানে কমলা ও হলুদ রঙের গাঁদা ফুলের বাগান আর সুর্যমুখী গাছ আর দৃষ্টিনন্দন বিদেশি খেজুর গাছ সৌন্দর্যের এখন আলো ছড়াচ্ছে। 

পথচারীরা দৃষ্টিনন্দন ফুলের বাগানের পাশে দাঁড়িয়ে ও আইল্যান্ডে বসে তুলছে ছবি আর সেলফি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছেন। আর রাউজানের এই সুন্দর পরিবেশ নিয়ে মনের ভাব প্রকাশ করছেন। 

জানা যায়,  রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী'র নির্দেশনায় এবং তার সহযোগিতায় এই মহাসড়কে এরকম একটি দৃষ্টিনন্দন ফুলের বাগান করা হয়েছে। তার নানা উন্নয়নে রাউজানে আজ সারা বাংলাদেশে উন্নয়নের এক রোল মডেল। স্থানীয় লোকজন জানান, ফুল মানুষকে আনন্দ দেয়। আমাদের রাউজানে পুরো মহাসড়কে এখন ফুলের মেলা। এই পথ দিয়ে যাত্রীরা ফুলের সৌন্দর্য উপভোগ করছেন। পিংক, ক্লিন ও গ্রিন রাউজান খ্যাত এই উপজেলায় প্রায় সব খাইনে ফুলের সমাহার।