ন্যাভিগেশন মেনু

চসিকের পরিকল্পনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল


চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পাঁচটি স্থায়ী কমিটির সভাপতি পদ পরিবর্তন করা হয়েছে। এতে চসিকের জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে নগর পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি করা হয়। তিনি আগে ছিলেন পরিবেশ বিষয়ক কমিটির সভাপতি।

চসিক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত চসিকের বর্তমান পর্ষদের তৃতীয় সাধারণ সভায় ১৯টি স্থায়ী কমিটি গঠন করা হয়। যা গত ২০ ডিসেম্বর পুনর্গঠন করা হয়। স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন) ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী, ১৪টি স্থায়ী কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। এর বাইরেও কর্পোরেশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনবোধে অন্য কোনো বিষয়ের জন্যও স্থায়ী কমিটি গঠন করা যাবে বলে আইনে উল্লেখ আছে।

এছাড়াও পুনর্গঠিত কমিটিগুলোর মধ্যে পরিবেশ বিষয়ক কমিটির সভাপতি ১৩নং পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দীন চৌধুরীক করা হয়। 

তিনি আগে ছিলেন নগর পরিকল্পনা বিষয়ক কমিটিতে। দরিদ্র হ্রাসকরণ ও বস্তি উন্নয়ন বিষয়ক কমিটিতে সভাপতি ৯নং উত্তর পাহাড়তলীর জহুরুল আলম জসিমকে করা হয়। তিনি আগে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভাপতি। যোগাযোগ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর এম আশরাফুল আলমকে করা হয়। তিনি আগে ছিলেন উত্তর পতেঙ্গা ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বারেক।

গত ২০ ডিসেম্বর স্থায়ী কমিটির পুনর্গঠন বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শৈবাল দাশ সুমন। তিনি বলেন, আগেও নগরের বিভিন্ন বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করেছি। এবারও বেশকিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

জামালখান, বাগমনিরাম ও লালখান বাজার ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড করার জন্য হিসেবে ইন্টারনেট ও ডিশের ক্যাবল আন্ডারগ্রাউন্ডে নেয়া হবে। যা আগামী তিন মাসের মধ্যে মূল সড়ক থেকে এবং ছয় মাসের মধ্যে অলিগলি তারের জঞ্জালমুক্ত হবে। জামালখান মোড়ে যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে। প্রতিটি স্কুলের সামনে আমাদের ইতিহাস ও ঐতিহ্যের টোরাকাটা মুর‌্যাল স্থাপন করা হবে জানান তিনি।