ন্যাভিগেশন মেনু

চীনের পালতোলা রাজধানী ছিংতাও


চীনের শানতুং প্রদেশের পীত সাগরের(ইয়েলো সি) উপকূলবর্তী শহর ছিংতাও। শহরটি  চীনের অন্যতম প্রধান সমুদ্রবন্দর ও নৌঘাঁটি।  এ নগরীর প্রধান এলাকা থেকে হুয়াংতাও জেলা পর্যন্ত চিয়াওচৌ উপসাগরের উপর দিয়ে  নিমার্ণ করা হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতু। 

অন্যান্য অনেক চীনা শহরের তুলনায় ,ছিংতাও  তুলনামূলকভাবে তরুণ একটি শহর। জানা যায়, ছিংতাও সাইকেল, অটোমোবাইল, গাড়ি চলাচলের রাস্তা এবং এমনকি সার্বজনীন ফিল্ম দেখার প্রথম শহর।   

এ শহরের কেন্দ্রস্থলে চোখে পড়ে জামার্ন- শৈলীর অসংখ্য বিল্ডিং যা পর্যটকদের আকৃষ্ট করে। সমুদ্রতীরবর্তী এ শহরে রয়েছে  থাইফিং পর্বত, শিলাওরেন সৈকত, থিয়ানহোও টেম্পল ও চুংশানের মত গুরুত্বপূর্ণ  পর্যটন স্পট। 

এখানে রয়েছে হাইয়ার ও হাইসেন্স ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রধান কার্যালয়। 

২০০৮  সালের অলিম্পিক এবং প্যারালিম্পিকের পালতোলা ইভেন্টের আয়োজন করার কারণে, শহরটি আজ "চীনের পালতোলা রাজধানী" নামে পরিচিত। এছাড়া খেলাটি এখানে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এটি প্রাথমিক বিদ্যালয়েও পড়ানো হয়। (সূত্র: সিএমজি)