ন্যাভিগেশন মেনু

জনগণই সব ক্ষমতার উৎস সংবিধান অনুযায়ী নির্বাচন হবে - আইনমন্ত্রী


আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক জানান, জাতির পিতা যে সংবিধান দিয়েছেন, সেটা অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে কিছুই করা হবে না। কারণ, জনগণ সেই ম্যান্ডেট আমাদের দেয়নি।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাচনে কে আসলো কে না আসলো, কোন রাজনৈতিক দল আসলো, কোন রাজনৈতিক দল আসলো না- সেটা বড় ব্যাপার না। জনগণ যদি ভোট দেয়, সেটাই গ্রহণযোগ্য। এর কারণ হচ্ছে, জনগণই সব ক্ষমতার উৎস।

তিনি আরও জানান, ব্যাপারটা হচ্ছে, এ সংবিধান নিয়ে ফুটবল খেলে তারা (বিএনপি) তাদের ইচ্ছামত একজন বিচারপতির বয়স বাড়িয়েছিল, তিনি যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন- সেই ব্যবস্থা করেছিলেন। এটা জনগণ মানেনি। সেটা জনগণ না মানার কারণেই কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার আনতে হয়েছিল। যদিও তখন তিন মাস থাকার সুযোগ ছিল, কিন্তু তারা দুই বছর ছিল।

আনিসুল হক বলেন, নির্বাচনকে প্রভাবিত করে এমন কোনো কাজ আমরা করবো না। মন্ত্রিপরিষদের আকার ছোট হবে কিনা সেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বিচার বিভাগ সুপ্রিম কোর্টের নির্দেশনায় চলবে, আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় চলবে না।

প্রতিদিনের কার্যক্রম করবেন সরকারি কর্মকর্তারা। নতুন করে কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং পলিসি পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। আইন হবে না, কারণ সংসদ বসবে না। নতুন করে কোনো উন্নয়ন কাজের উদ্বোধনও করা হবে না।

আইনমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। ঠিক গণতান্ত্রিক উপায়ে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে সিডিউল ঘোষণার পর যেভাবে সরকার চালিত হবে, ঠিক সেভাবেই হবে’।

গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনকালীন সময়ে যে সরকার থাকে তারা পলিসি ডিসিশন নেয় না যাতে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকে।’