ন্যাভিগেশন মেনু

জাবির পর তালা ভেঙে হলে ঢুকেছে ঢাবি শিক্ষার্থীরা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল খোলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ভেঙে হলে প্রবেশ করেছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পূর্বঘোষণা অনুযায়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হল ও অমর একুশে হলের মূল ভবনের ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন কর্তৃক কোনো বাধার সম্মুখীন হতে হয়নি শিক্ষার্থীদের।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার সংবাদমাধ্যমকে বলেন, এ ঘটনায় কি করা যায় তা নিয়ে আমরা আলোচনা করবো।

এর আগে সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।

ওয়াইএ/এডিবি