ন্যাভিগেশন মেনু

জুড়ীতে বঙ্গবন্ধু ম্যারাথনে দৌড়ালেন ৩০০ প্রতিযোগী


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ সম্পন্ন হয়েছে। এ সময় প্রায় ৩০০ প্রতিযোগী অংশ নেন। এরমধ্যে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও ছিলেন।

মঙ্গলবার (৯ মার্চ) তৈয়বুন্নেসা খানম সরকারি কলেজ মাঠ থেকে সকাল সাড়ে ১২টায় শুরু হয়। ৫ কিলোমিটার দৌড়ে প্রতিযোগিরা গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে দৌড় শেষ করেন। ম্যারাথনে প্রথম দশজনকে পুরস্কৃত করা হয়।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন রিয়াদ আহমদ, জুড়ী টিএন খানম অ্যাকাডেমি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন লেমন, অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতাংশ শেখর দাস, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, মক্তাদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা স্কাউটের কোষাধক্ষ্য কবির উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ডা: আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম প্রমুখ।

এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেন, সারা দেশের মতো জুড়ী উপজেলায়ও বঙ্গবন্ধু ম্যারাথন সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। আমাদের তরুণরা অনেক উৎসাহ উদ্দীপনায় এ ম্যারাথনে অংশ নেয়।

তিনি বলেন, আগামীতে এরকম আরও ম্যারাথনের আয়োজন করবো।

সিবি/এডিবি