ন্যাভিগেশন মেনু

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২০ বছর পূর্তি


জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি তাঁদের ২০ বছর পূর্তি উদযাপন করেছেন। নিউইয়র্কে প্রবাসীদের সাথে এলাকার কংগ্রেসওম্যান, স্টেট সিনেটরসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধির অংশগ্রহণে উদযাপিত হয় এই ২০ বছর পূর্তি অনুষ্ঠান। ‘

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জ্যামাইকার  অ্যাবিগেইল অ্যাডামস স্কুল (পিএস-১৩২) মিলনায়তনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী।

এদিকে নব-নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারকে শপথ করান সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি। পরে ফখরুল ইসলাম দেলোয়ার কার্যকরী পরিষদের অপর সদস্যদের শপথ করান।

কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের অন্যতম সদস্য এবং ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস চেয়ার গ্রেস মেং বলেন, বহুজাতিক এ সমাজে উদীয়মান কমিউনিটি হিসেবে বাংলাদেশিরা আজ অনেকের প্রসংশার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন।

এ সময় নিজেদের মধ্যেকার এই ঐক্যকে আগামী নভেম্বরের নির্বাচনে ডেমক্র্যাটদের বিপুল বিজয়ে কাজে লাগানোর আহবান জানান গ্রেস মেং।

 তিনি বলেন, 'বাংলাদেশীরা নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন, আর তাই আমি সবসময় তাদের পাশে থাকতে আনন্দবোধ করি।'

পিপল এন টেকের সিইও আবু হানিপ বলেন, জ্যামাইকা হচ্ছে বর্তমানের একখন্ড বাংলাদেশ। সে আলোকেই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

 এ সময় শামসুন নাহার নিম্মির উপস্থাপনায় অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে প্রিয়া ড্যান্স একাডেমির শিল্পীরা।

সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জা, লেমন চৌধুরী, সোনিয়া সুইটি ও মোস্তফা অনিক রাজ প্রমুখ।

এ উপলক্ষে হৃদয়ে বাংলা নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

 এ অনুষ্ঠানের সদস্য সচিব রিজু মোহাম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন কংগ্রেসওম্যান গ্রেস মেং,স্টেট সিনেটর জন ল্যু, বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও রিয়েল এস্টেট ইনভেস্টর মো:আনোয়ার হোসেন, সাপ্তাহিক ঠিকানার ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক আবু তাহের, কমিউনিটি লিডার বেদারুল ইসলাম বাবলা, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ‘পিপল এন’টেকের সিইও প্রকৌশলী আবু বকর হানিপ, আহবায়ক  বিলাল চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নব-নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিদায়ী সভাপতি শেখ হায়দার আলী, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তফা আল-আমিন রাসেল, প্রধান সমন্বয়কারী এএফএম মিজবাহউজ্জামান।

ওয়াই এ/এডিবি