ন্যাভিগেশন মেনু

তালেবানের দখলের পর কাবুলে প্রথম বিদেশি বাণিজ্যিক ফ্লাইট


আফগানিস্তানের দখল তালেবানের হাতে যাওয়ার পর এই প্রথম কোনও আন্তর্জাতিক বাণিজ্যিক উড়োজাহাজ কাবুল বিমানবন্দরে অবতরণ করেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি ফ্লাইট কয়েকজন যাত্রী নিয়ে কাবুল বিমানবন্দরে অবতরণ করে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ইসলামাবাদ থেকে ফ্লাইটে থাকা এএফপির একজন সাংবাদিক বলেন, 'বিমানটিতে খুব কমই যাত্রী ছিল, প্রায় ১০ জন...সম্ভবত যাত্রীদের চেয়ে কর্মী বেশি।'

পিআইএর একজন মুখপাত্র গত সপ্তাহে বলেছিলেন, বিমান সংস্থা কাবুলে নিয়মিত বাণিজ্যিক পরিষেবা পুনরায় চালু করতে আগ্রহী। কিন্তু দুই দেশের রাজধানীর মধ্যে কতগুলো ফ্লাইট চলবে জানানো হবে শিগগিরই।

গত ৩০ আগস্ট মার্কিন বাহিনী প্রত্যাহারের পর শেষ হওয়া এক লাখ ২০ হাজারের বেশি লোককে বিশৃঙ্খল ভাবে সরিয়ে নেওয়ার সময় কাবুল বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গত সপ্তাহে কাবুল থেকে কাতার এয়ারওয়েজ বেশ কয়েকটি চার্টার ফ্লাইট পরিচালনা করেছিল। এই ফ্লাইগুলোর বেশিরভাগই বিদেশি এবং পুনর্বাসন থেকে বাদ পড়া আফগানদের বহন করেছিল।

অন্যদিকে, একটি আফগান এয়ারলাইন ৩ সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ যাত্রী পরিষেবা চালু করেছে।

এডিবি/