ন্যাভিগেশন মেনু

তিউনিসিয়ার সংবিধান সংশোধনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট


তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ দেশটির সংবিধান পরিবর্তনের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন। অভ্যুত্থানের মাধ্যমে তার বিরোধীদের থেকে ক্ষমতা দখল করার সাত সপ্তাহ পর তিনি এই ঘোষণা দেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট সাইয়েদ তার বক্তব্যে স্পষ্ট করেন যে তিনি পরবর্তী সময়ে কী করতে চান। তিনি ২৫ জুলাই তার ক্ষমতা হস্তক্ষেপের আগের উত্তর আফ্রিকান জাতির আগের পরিস্থিতিতে আর 'ফিরে যাচ্ছি না' বলে শপথ করেন।

দেশটির কেন্দ্রীয় টিভি চ্যানেল তিউনিস বুলেভার্ডে টেলিভিশনে সরাসরি কথা বলতে গিয়ে সাইয়েদ বলেন, তিনি ২০১৪ সালের গণতান্ত্রিক সংবিধানকে সম্মান করেন কিন্তু এটি 'চিরন্তন নয়' তা সংশোধন করা যেতে পারে।

তিনি স্কাই নিউজ আরাবিয়া চ্যানেল এবং তিউনিসিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ' তবে এটি সংবিধানের কাঠামোর মধ্যে সংশোধন করতে হবে।'

সাইয়েদের একজন উপদেষ্টা বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট সংবিধান স্থগিত করার এবং গণভোটের মাধ্যমে একটি সংশোধিত সংস্করণ দেওয়ার পরিকল্পনা করছেন।

এডিবি/