ন্যাভিগেশন মেনু

তৃণমূল কংগ্রেসের এফআইআর খারিজ নিয়ে হাই কোর্টে মিঠুন


পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের  এফআইআর খারিজ নিয়ে হাই কোর্টে  গেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গেল ভোটপ্রচারের সময় উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল বিজেপির তারকা সদস্যের বিরুদ্ধে।

কলকাতার মানিকতলা থানায় মিঠুনের বিরুদ্ধে আভিযোগ নথিভুক্ত করেছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সেই মামলা খারিজ করার আবেদন জানিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

একুশের বিধানসভা ভোট প্রচারের সময় মাইক হাতে পেয়ে অনেকেই সুর চড়িয়েছিলেন। ব্যতিক্রম ছিলেন না বিজেপিতে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তীও। একুশের বিধানসভা ভোটের আগে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। তারপর রাজ্যের একাধিক জায়গায় প্রচার করেছেন। কিন্তু সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তাঁর মুখে শোনা গিয়েছিল, “আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।” 

এই ধরনের মন্তব্যের জেরেই ৬ মে মানিকতলায় থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর  করা হয়। তৃণমূল কর্মী-সমর্থকরা অভিযোগ করেন,  এই ধরনের বক্তব্য সন্ত্রাস এবং উত্তেজনায় প্ররোচনা দেয়। তাই অবিলম্বে বিজেপির তারকা সদস্য মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূলের এফআইআর খারিজ করার আবেদন জানান মিঠুন চক্রবর্তী। শোনা গিয়েছে, হাই কোর্টে মিঠুন জানিয়েছেন উপস্থিত জনতার দাবিতেই সিনেমার সংলাপ বলেছিলেন। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না। তাই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 

মিঠুনের পালটা অভিযোগ, রাজনৈতির স্বার্থ চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে ভোটপ্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।  সেই কারণেই উচ্চ আদালতে তিনি তৃণমূলের অভিযোগ খারিজ করার আবেদন জানিয়েছেন।

এস এস