ন্যাভিগেশন মেনু

থাইল্যান্ডে মাস্ক ছাড়া শপিংমলে ঢোকা যাবে না


করোনার এই সময়ে মাস্কপরা বাধ্যতমূলক। মাস্ক না পরলে খুলছে না শপিং মল ও বিভিন্ন রেস্তরাঁর দরজা।

থাইল্যান্ডের একটি শপিংমলের প্রবেশপথে অত্যাধুনিক মেশিন লাগানো হয়েছে । মাস্ক না পরলে কিছুতেই খুলবে না এই মেশিনের দরোজা। মাস্কবিহীনদের শপিংমলে ঢোকা আটকাতে এই পন্থা বলে জানা গেছে। কবর- আনন্দবাজার পত্রিকা’র।

নিয়াল হিবসন নামের এক ব্যক্তি ট্যুইটারে পোস্ট করেছেন সেই শপিং মলের প্রবেশ পথের ভিডিও। যা ইতোমধ্যেই দেখা হয়েছে প্রায় ৭০ লাখ বার।

সেখানে দেখা যাচ্ছে, শপিংমলে ঢোকার পথে লাগানো রয়েছে ফেস ডিটেক্টর। কেউ ঢুকতে চাইলে তার সামনে মুখ রাখতে হচ্ছে। সেই মেশিনই দেখছে কোনও ব্যক্তি মাস্ক পরে রয়েছেন কি না। দেহের তাপমাত্রাও পরিমাপ করছে ওই মেশিন। মাস্ক পরে থাকলে ও গায়ে জ্বর না থাকলে তবেই পাওয়া যাচ্ছে শপিং মলে ঢোকার সুযোগ।

সিবি/এডিবি