ন্যাভিগেশন মেনু

দামুড়হুদায় ১৪ দিনের লকডাউন ঘোষণা


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মঙ্গলবার (১৫ জুন) সকাল থেকে ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা প্রতিরোধ সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণের হার বাড়ছে। বিশেষ করে দামুড়হুদা উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ কারনে দামুড়হুদা উপজেলায় লকডাউন দেওয়া হয়েছে। আজ সন্ধ্যার আগে মাইকিং করে লকডাউনের বিধিনিষেধগুলো জানিয়ে দেওয়া হবে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বলেন, রবিবার (১৩ জুন) রাতে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে ১৩২টি নমুনা পরীক্ষার ফলাফল আসে। ফলাফলে নতুন আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৩৫ জনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা। দামুড়হুদা উপজেলায় আশংকাজনক হারে করোনা বৃদ্ধি পাচ্ছে।

এর আগে গত ২ জুন দামুড়হুদা উপজেলা কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ৭টি গ্রামে এবং ৬ জুন কুড়ুলগাছী এবং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে আরও ৯টি গ্রামে দুই দফায় মোট ১৬টি গ্রামে লকডাউন ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন।

এসকে/এসএ/এডিবি/