ন্যাভিগেশন মেনু

শীতার্তদের কম্বল দিল সিএমপি


উষ্ণতার পরশ নিয়ে শীতার্তদের মাঝে সিপিডিএল'র পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকালে নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জাতির জনক চত্বরে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।

অনুষ্ঠানে শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে সিপিডিএল'র পক্ষ থেকে ১ হাজার পিস কম্বল সিএমপি ও কমিউনিটি পুলিশিং সেল, চট্টগ্রাম মহানগরের নিকট হস্তান্তর করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল এর যৌথ উদ্যোগে এসব কম্বল নগরীর অসহায় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, একটি কম্বল দিয়ে হয়তো শীতের কষ্ট সাময়িকভাবে নিরসন হতে পারে কিন্তু এটা স্থায়ী সমাধান নয়।

প্রচন্ড শীতে অসহায়, দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। শীতার্ত মানুষের কষ্ট নিবারণে পুলিশের এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরকে সুবিধা বঞ্চিত মানুষের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), মহানগর কমিউনিটি পুলিশিং সেললের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিপিডিএল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ইফতেখার , মহানগর কমিউনিটি পুলিশিং সেলের সদস্য জাফর ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মহানগর কমিউনিটি পুলিশিং সেল নেতৃবৃন্দ।