ন্যাভিগেশন মেনু

নিজেদের তৈরি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছে ছাত্রলীগ


বাংলাদেশে করোনা আক্রান্তে সংখ্যা ৩ জন বেড়ে ২০ জনে পৌঁছেছে। নতুন আক্রান্তদের মধ্যে ১ জন নারী ও দুইজন পুরুষ।

তাছাড়া, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৪ জন। আইসোলেশনে রয়েছেন আরও ৩০ জন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপি বিনামূল্যে বিতরণের জন্য হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) মধুর ক্যান্টিনে সন্ধ্যা থেকে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কার্যক্রম শুরু করে সংগঠনটি।

আরও পড়ুন: হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ফোন পরিষ্কার করলে মারাত্মক ক্ষতি

প্রথম দফায় সংগঠনটির নেতাকর্মীরা ১০ হাজার পিস হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার কথা জানিয়েছে। যার প্রতিটির পরিমাণ ১০০ মিলিগ্রাম।একই সঙ্গে সংগঠনটির প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর ইউনিটও হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাজ করছে। তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে বিনামূল্যে বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরা কয়েক ধাপে এই কার্যক্রম চালিয়ে যাব। হ্যান্ড স্যানিটাইজার তৈরির কাঁচামাল সংগ্রহের চেষ্টা করছি। ইতোমধ্যে যে পরিমাণ সংগ্রহ করেছি তাতে কেন্দ্রীয়ভাবে ১০ হাজার পিস তৈরির পাশাপাশি প্রতিটি জেলা ও বিভাগীয় ইউনিটগুলোতেও পাঠানো হয়েছে। সারাদেশেই নেতাকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিনামূল্যে বিতরণ করবে।’

ওআ/এডিবি