ন্যাভিগেশন মেনু

ন্যাশনাল ব্যাংকের এমডি ও সিইও শাহ্ সৈয়দ আব্দুল বারীর চুক্তির মেয়াদ বৃদ্ধি


দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও'র চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

ব্যাংকটির চেয়ারপার্সন মিসেস মনোয়ারা সিকদারের সভাপতিত্বে গত ১৪ জুলাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৪৮তম সভায় র্সবসম্মতভাবে চুক্তির মেয়াদ দ্বিতীয় দফায় এক বছর বাড়ানো হয়েছে। 

এই চুক্তির ফলে তিনি আগামী ২৭ জুলাই, ২০২২ পর্যন্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও'র পদে থাকবেন।

ব্যবস্থাপনা পরিচালক শাহ্ সৈয়দ আব্দুল বারীর র্বতমান চুক্তির মেয়াদ ২৭ জুলাই শেষ হওয়ার আগেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে পরবর্তী এক বছরের জন্য মেয়াদ বাড়ালো ব্যাংকের পরিচালনা পর্ষদ।

এর আগে বারী ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে এস ই ভিপি পদে ন্যাশনাল ব্যাংকে যোগদানের পর সফলভাবে দায়িত্ব পালনের জন্য ২০১৬ সালে তাকে ডিএমডি পদে পদোন্নতি দেওয়া হয়।

শাহ্ সৈয়দ আব্দুল বারী ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৮৩ সালে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশায় আত্মনয়িোগ করেন এবং তার দীর্ঘ কর্মজীবনে ১২ বছর শাখা ব্যাংকিং এর অভিজ্ঞতা অর্জন করেন।

পরবর্তীতে তিনি ন্যাশনাল ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড-এ বিভিন্ন গুরত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া জেনারেল ব্যাংকিং ডিভিশন, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, কার্ড ডিভিশন, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন, সিস্টেম অ্যান্ড অপারেশন ডিভিশন, এগ্রিকালচার ক্রেডিট ডিভিশন, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ল’ এন্ড রিকভারি ডিভিশন, আইটি ডিভিশন, জনসংযোগ বিভাগ, মার্কেটিং ডিভিশন, সিএসআর, ট্রেনিং ইনস্টিটিউট, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট তত্ত্বাবধায়ক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনসহ ব্যাংকের ক্যামেলকো হিসেবে এবং চট্টগ্রামের আঞ্চলিক প্রধান হসিবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

তার দীর্ঘ ৩৮ বছরের পেশাগত জীবনের অভিজ্ঞতার আলোকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকটি অর্থনীতির বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সুনিশ্চিত করবে বলে পরিচালনা পর্ষদ আশাবাদী। 

বেসরকারি খাতের প্রথম প্রজন্মের আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকে বর্তমানে ৪১ হাজার কোটি টাকার বেশি আমানত রয়েছে। দেশ ও দেশের বাইরে সুনামরে সাথে দীর্ঘ ৩৯ বছর গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক।

সিবি/এডিবি/