ন্যাভিগেশন মেনু

নড়াইলে অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ উদ্বোধন


নড়াইলে সদর উপজেলায় অ্যাপের মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ মে) দুপুর ১টায় সদর উপজেলা খাদ্য গুদাম চত্বরে বোরো ধান সংগ্রহ-২০২১ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময় তিনি বাহিরডাঙ্গা গ্রামের সুজিত বিশ্বাস, কৃষ্ণপদ বিশ্বাসের কাছ থেকে মোট ২ মেট্রিকটন ধান কেনেন।

এ সময় সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা খাদ্য বিভাগ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা তরুন বালা, জেলা মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।

এ বছর প্রতিকেজি ধান ২৭ টাকা করে ১ হাজার ৮০ টাকা মণ দরে লটারির মাধ্যমে সদরের প্রথম অবস্থায় মোট ৩ হাজার ৩৭ জন কৃষককের কাছ থেকে জেলায় মোট ১ হাজার ৫৩৭ মেট্রিকটন ধান কেনা হবে।

এস এ/এডিবি/