ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে থানা পুলিশের অভিযানে ২০ মামলার পলাতক আসামি গ্রেফতার


পঞ্চগড়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অভিযানে ২০ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আসামীর নাম মোঃ মোকছেদুল ইসলাম রিপন (২৭)  সে উপজেলার শালবাহান ইউনিয়নের খেরকিডাঙ্গী (ফকিরপাড়া) এলাকার শফিকুল ইসলাম শফিউলের ছেলে। 

গত বুধবার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজি এলাকায় স্থানীয় থানার সহযোগিতায় তেঁতুলিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে । গতকাল বৃহস্পতিবার  দুপুরে তেঁতুলিয়া মডেল থানায় সাংবাদিকদের  মিট দ্যা প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমিরুল্লাহ। এসময় মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আরমান আলী গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

পঞ্চগড়  অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আমিরুল্লাহ বলেন, মোকছেদুল ইসলাম রিপন ২০ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিলেন। তার বিরুদ্ধে পঞ্চগড় জেলায় ১০ টি সি আর মামলা, ঠাকুরগাঁও জেলায় ০৭ টি সি আর ও ০৩ টি জি আর মামলা রয়েছে। মামলাগুলোর ধারা অনুযায়ী তিনি বেশির ভাগ অর্থ আত্মসাতের মামলার  আসামী। ২০১৯ সালের মামলার পর তিনি পলাতক ছিলেন। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিলেন। 

অবশেষে পাঁচ বছর পর গতকাল মডেল থানার পুলিশের এসআই তপন কুমার এএসআই পলাশ চন্দ্র রায় অভিযান চালিয়ে রাজধানী ঢাকার নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে তাকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।