ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ কারাগারে


বঙ্গবন্ধুর অন্যতম খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরপর বেলা মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে্টে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে ক্যাপ্টেন মাজেদ পলাতক ছিলেন। বঙ্গবন্ধুর ছয় আসামির মধ্যে অন্যতম ছিলেন আবদুল মাজেদ। তার গ্রামের বাড়ি ভোলায়।

এর আগে, ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫ খুনির ফাঁসি কার্যকর করা হয়। তারা হলেন- লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল মহিউদ্দিন আহম্মেদ (আর্টিলারি) ও লে. কর্নেল একেএম মহিউদ্দিন আহম্মেদ (ল্যান্সার)।

এমআইআর/এডিবি

আজকের বাংলাদেশ পোস্টে আরো পড়ুন: