ন্যাভিগেশন মেনু

বঙ্গবন্ধুর স্বপ্নই ছিলো এই অঞ্চলের মানুষকে শোষণ মুক্ত করা: ডা. ইসমাইল খান


জাতির পিতা বঙ্গবন্ধু চিরায়িত লালিত স্বপ্নই ছিলো এই অঞ্চলের মানুষকে বর্বর পাকিস্তানের শোষণ থেকে মুক্ত করা। তাই তিনি পর্যায়ক্রমে পূর্ব পাকিস্তানের মানুষকে ৭ মার্চের ভাষণে উদ্দীপিত করে বাংলাদেশকে স্বাধীনতার চূড়ান্ত রূপরেখা দেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না।

শুক্রবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় হল রুমে সকাল ১০টায় ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধুর সোনার বাংলা’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান।

সেমিনারের মূল প্রবন্ধকার ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘অত্র অঞ্চলের মানুষকে বঙ্গবন্ধু স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলো সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগাযোগ অবকাঠামো নির্মাণ করে ও জ্ঞাননির্ভর তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন সোনার বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাস্তবায়িত হচ্ছে।’

সেমিনারে আরও আলোচনা করেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর পরিচালক অধ্যাপক ডা এম এ হাসান চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মাসুদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. দেলোয়ার হোসেন, বিআইটিআইডি'র উপ-পরিচালক ডা. বখতিয়ার আলম, সহকারী রেজিস্টার শাহাদাত হোসেন ও এ বিএম মাসুদ। অনুষ্ঠান সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশীদ। 

এমআইআর/এডিবি