ন্যাভিগেশন মেনু

বাকেরগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ


বাকেরগঞ্জ উপজেলার চরমাদ্দি ইউনিয়নে সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে অতিরিক্ত জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন ফি আদায়ে ইউপি চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন খোকন ও ইউপি সচিব সেলিনা আক্তারের  বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

নিয়ম অনুযায়ী জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ এবং সর্বশেষ জন্ম নিবন্ধন গেজেট আনুসারে, শিশুর জন্ম গ্রহনের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বিনামূল্যে (শূন্য টাকা) করা হয়। শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর হলে নতুন জন্ম নিবন্ধন ফি ২৫ টাকা। বয়স ৫ বছরের বেশি হলে ৫০টাকা জন্ম নিবন্ধন ফি হিসেবে দিতে হয়।

কিন্তু চরমাদ্দি ইউনিয়নে ৫০ টাকা ফি নেয়ার কথা থাকলেও ৪০০ টাকা করে নেয়া হচ্ছে জনপ্রতি। নিবন্ধনের বাংলা ও ইংলিশ ভার্সনের জন্য আলাদা টাকা দিতে জনগণকে বাধ্য করা হয়। এছাড়া গর্ভবতী মায়েদের ভাতা বাবদ ৫ হাজার টাকা দাবী করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী।

অভিযোগকারী আলতাফ হোসেন জানান, আমাদের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও সচিব সরকার নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত টাকা নিচ্ছেন। কেউ তার দাবীকৃত অতিরিক্ত ফি দিতে না চাইলে উদ্যোক্তা বলে এটি চেয়ারম্যান এর আদেশ। এছাড়া ও ইউনিয়ন পরিষদে আসা সাধারন জনগণের সাথে খারাপ ব্যবহার করে। তাই আমি বাধ্য হয়ে ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য এলাকা বাসীর পক্ষ থেকে অভিযোগ করেছি যেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনি ব্যবস্থা নিয়ে এই দুর্নীতির হাত থেকে আমাদের এলাকা বাসিকে রেহাই দিবেন।