ন্যাভিগেশন মেনু

বিএফআরআই কতৃক উদ্ভাবিত প্রযুক্তি সম্পর্কে ধারণা পেল চট্টগ্রামের ১০৫ জন ইমাম


বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কতৃক আয়োজিত এক অনুষ্ঠানে পরিদর্শনে আসেন ইমামগন। বুধবার সকালে বন গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত পরিদর্শনে অংশ নেন চট্টগ্রাম শহরের ১০৫ জন ইমাম। 

তাদের প্রত্যেককে বিএফআরআই কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান প্রদান করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে চারটি ব্যাচে ৪২০ জন ইমাম পরিদর্শনে আসেন। তারা একদিনের পরিদর্শনে এসে বিভিন্ন উদ্ভিদ, গাছ ও বিএফআরআই সম্পর্কে ধারণা নিয়েছেন।

পরিদর্শনে অংশ হিসেবে ছিলো- উন্নতমানের বীজ ও চারা উৎপাদন কৌশল, কঞ্চি-কলম পদ্ধতিতে বাঁশের চারা উত্তোলন কৌশল, টিসু কালচারের মাধ্যমে বাঁশের চারা উত্তোলন কৌশল, তালের চারা উত্তোলন কৌশল, বাঁশ ঝাড় ব্যবস্থাপনা, বাঁশের মড়ক দমন, বীজতলা ও বনজ বৃক্ষের পোকা-মাকড় ও রোগ-বালাই দমন কৌশল, সহজ পদ্ধতিতে বৈজ্ঞানিক উপায়ে কাঠ শনাক্তকরণ, মাটির গুণাগুণ বিবেচনা করে সঠিক প্রজাতি নিরূপণ, কাঠের রকমারী দ্রব্য সামগ্রী তৈরির কৌশল, সঠিক ভাবে কাঠ শুদ্ধিকরণের কৌশল, স্বল্প খরচে রাসায়নিক সংরক্ষণী প্রয়োগে ছন, বাঁশ ও কাঠের আয়ুষ্কাল বৃদ্ধির কৌশল, স্বল্প খরচে দীর্ঘস্থায়ী সিমেন্ট বন্ডেড পার্টিকেল বোর্ড দিয়ে ঘর তৈরির কৌশল, স্বল্প খরচে বাঁশ দিয়ে টাইলস্ তৈরির কৌশল, পান বরজের বাঁশের শলা, খুটি ও ছনের ব্যবহারিক আয়ুষ্কাল বৃদ্ধি কৌশল সহ নানান বিষয়ে সামগ্রিক ধারনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআরআই বিভাগীয় প্রধান ড. মাহবুবুর রহমান। তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার ফিল্ড ইনভেস্টিগেটর মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র রিসার্চ অফিসার মোঃ জহিরুল আলম।

সভা শেষে ইমামগন বিএফআরআইয়ের প্রযুক্তি পার্ক ও ৩৩ প্রজাতি বাঁশের কম্বোডিয়া সেটা পরিদর্শন করেন। গবেষকগন আশা করছেন ইমামগন তাদের বাস্তব জ্ঞান কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখবে।