ন্যাভিগেশন মেনু

‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সিনেমার গানের সুর চুরি করেছেন বাদশা!


বলিউডের জনপ্রিয় গায়ক র‍্যাপার বাদশা। ভারত বাংলাদেশসহ তার গান বেশ জনপ্রিয়। বাদশা তার গান ও সুরের জন্য জনপ্রিয় হলেও নানান বিতর্কও আছে তাকে নিয়ে।

কিছদিন আগে মুক্তি পায় বাদশার নতুন গান ‘বাওলা’। গানের সঙ্গে মিলে যায় বাংলা সিনেমার ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনিতো বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার গান।

যা বাংলাদেশের সবাই শুনেই ধরতে পেরেছে এবং সে গানের কমেন্ট বক্স ভরে গেছে যে, দেশীয় এই জনপ্রিয় গানের সুর চুরি করেছেন বাদশা।

তবে বাদশা এর কথা-সুর নিজের বলে দাবি করছেন এবং সুর নিয়ে আলাদা কোনো মন্তব্য করেননি। কিন্তু ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ গানটিও কোনো মৌলিক সুর নয়। এটি ভারতে ১৯৫৮ সালে নির্মিত ‘ফাগুন’ সিনেমার মোহাম্মদ রাফি ও আশা ভোসলের গাওয়া ‘এক পারদেসি মেরা দিল লে গায়া’ গানের সুর থেকে নেওয়া হয়েছিল।

এর আগেও বাদশা বাংলা ফোকসঙ্গীত ‘বড় লোকের বেটি লো’ গানটি ব্যবহার করেছিলেন তার ‘গেন্দা ফুল’ গানে। যেখানে তিনি ফোক সঙ্গীতশিল্পী রতন কাহার লেখা এই গানটিকে নিজের বলে চালিয়েছিলেন। পরে বিতর্কের সৃষ্টি হলে তিনি স্বীকার করেন, এটি তার নয় এবং পরে  রতন কাহারকে পাঁচ লক্ষ টাকা দেন  এই র‍্যাপার।  

‘গেন্দা ফুল’ এর পর দ্বিতীয় মিউজিক অ্যালবাম ‘পাগল হ্যায়’ মুক্তির পর আবারও বিতর্ক হন বাদশা। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ’র এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জালে ধরা পড়লেন বাদশাহ। পুলিশের রিপোর্ট অনুযায়ী, বাদশাহ’র ‘পাগল হ্যায়’ গানটির ৭.২ কোটি ভিউ পেতে ৭২ লক্ষ টাকা খরচ করেছেন বাদশাহ। যদিও শনিবার একটি বিবৃতি দিয়ে তার বিরুদ্ধে টাকা দিয়ে ভিউ কেনার অভিযোগ অস্বীকার করেন বাদশাহ।

ওআ/