ন্যাভিগেশন মেনু

ভারতে একসঙ্গে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন চূড়ান্ত অনুমোদন


ভারতে নতুন বছরে জরুরি ভিত্তিতে ব্যবহারের চূড়ান্ত অনুমতি পেলো জোড়া করোনাভাইরাস টিকা -অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।

আগেই সরকারি বিশেষজ্ঞ কমিটি ছাড়পত্র দেওয়ার সুপারিশ করেছিলো। এবার চূড়ান্ত অনুমোদন দিলো ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)।

শনিবার (২ জানুয়ারি) এই চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার (৩ জানুয়ারি) সকালে সাংবাদিকের সঙ্গে বৈঠকে ডিসিজিআই প্রধান ভি জে সোমানি জানান, 'বিদেশের ক্নিনিকাল ট্রায়ালের ২৩ হাজার ৭৪৫ জন অংশগ্রহণকারীর সুরক্ষা, কার্যকারিতা এবং অনাক্রম্যতা সংক্রান্ত তথ্য পেশ করেছিলো সেরাম। যে ভারতীয় সংস্থা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকার যৌথভাবে তৈরি করোনা টিকার উৎপাদন করছে। প্রত্যেকের বয়স ১৮ বা তার উর্ধ্বে ছিলো। সার্বিকভাবে টিকার ৭০.৪২ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। একইসঙ্গে ভারতে যে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালিয়েছে সেরাম, সেই তথ্যের সঙ্গে বিদেশের ক্নিনিকাল ট্রায়ালের মিল আছে। তার ভিত্তিতে জরুরি অবস্থায় নিয়ন্ত্রিতভাবে শর্তসাপেক্ষে অক্সফোর্ডের করোনা টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।'

এডিবি/