ন্যাভিগেশন মেনু

মোদির ঢাকা সফরের আনুষ্ঠানিকতা সারতে ২ মার্চ হর্ষবর্ধন শ্রিংলা আসছেন


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে  আগামী ২ মার্চ ঢাকা সফরে আসছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। গত বছর তিনি বাংলাদেশের হাই দায়িত্ব পালন শেষে আমেরিকায় দায়িত্ব নিয়ে ঢাকা ছাড়েন।

এরপর হর্ষবর্ধন শ্রিংলা ভারতের বিদেশ সচিব হিসেবে যোগদান করেন। আসছে ১৭ মার্চ বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বছর জুড়ে ব্যাপক আয়োজনে ‘মুজিববর্ষ’ উদযাপন করা হবে।

১৭ মার্চ  মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরও আসার কথা রয়েছে।

নরেন্দ্র মোদির সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে হর্ষবর্ধন শ্রিংলার এই সফর হচ্ছে। বিদেশ সচিব হিসেবে এটাই হর্ষবর্ধন শ্রিংলার প্রথম ঢাকা সফর।

এর আগে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামীতে বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন কোন ইস্যু গুরুত্ব পাবে বা উন্নয়ন ঘটবে সেই বিষয়েও প্রাথমিক কিছু কাজ করবেন হর্ষবর্ধন শ্রিংলা।

২০১৬ সালের জানুয়ারিতে হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়ে তিন বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালন করেন।এরপর তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান।

গত ২৪ ডিসেম্বর তাকে বিদেশ সচিব হিসেবেই নিয়োগ দেওয়া হয়। ২৯ জানুয়ারি তিনি বিদেশ সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে বিজয় গোখালের স্থলাভিষিক্ত হন।

এস এস